শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৫৯৬
পায়খানা ও পেশাবের জন্য কিবলামুখী হওয়া প্রসঙ্গ
৬৫৯৬। ইউনুস ...... নাফে বলেন, একজন আনসারী ব্যক্তি তার পিতার মাধ্যমে তাঁকে জানিয়েছেন। তিনি বলেন, পায়খানা ও পেশাব করার জন্য কিবলামুখী হতে রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করেছেন।
6596 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ نَافِعٍ: أَنَّ رَجُلًا، مِنَ الْأَنْصَارِ أَخْبَرَهُ , عَنْ أَبِيهِ، أَنَّهُ " سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَنْهَى أَنْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ "
