শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬২৫৪
আন্তর্জাতিক নং: ৬২৫৬
একটা ছাগল কয়জনের পক্ষ হতে কুরবানী করা যায়
৬২৫৪-৫৬। মুহাম্মাদ ইব্ন খুযায়মা ও ফাহদ ....... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, নামাযের জন্য সর্বপ্রথম যে ব্যক্তি যায়, সে ঐ ব্যক্তি ন্যায় যে একটি কুরবানী জন্য হারাম শরীফে পাঠায়। তারপর যে ব্যক্তি তার পশ্চাদগমন করে, সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি গরু কুরবানীর জন্য পাঠায়। তারপর যে ব্যক্তি তার পশ্চাদগমন করে, সে ঐ ব্যক্তির মত যে একটি দুম্বা কুরবানী করে। তারপর যে ব্যক্তি তার পেছনে উপস্থিত হয়, সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি মুরগী দান করে, তারপর যে ব্যক্তি তার পেছনে উপস্থিত হয়, সে ঐ ব্যক্তির মত যে একটি ডিম দান করে।

ইসমাঈল ইব‌্ন ইয়াহইয়া আল-মুযানী ....... সাঈদ ইবনুল মুসায়্যিব হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন। অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন।

ইব‌্ন আবু দাউদ ....... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন।
56 - 6254 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَفَهْدٌ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَثَلُ الْمُهَجِّرِ إِلَى الصَّلَاةِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً , ثُمَّ الَّذِي جَاءَ عَلَى أَثَرِهِ كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَقَرَةَ , ثُمَّ الَّذِي عَلَى أَثَرِهِ , كَمَثَلِ الَّذِي يُهْدِي الْكَبْشَ , ثُمَّ الَّذِي عَلَى أَثَرِهِ , كَمَثَلِ الَّذِي يُهْدِي الدَّجَاجَةَ , ثُمَّ الَّذِي عَلَى أَثَرِهِ , كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَيْضَةَ»

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى الْمُزَنِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , فَذَكَرَ نَحْوَهُ

حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬২৫৪ | মুসলিম বাংলা