শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২৫৩
একটা ছাগল কয়জনের পক্ষ হতে কুরবানী করা যায়
৬২৫৩। ইউনুস ....... হযরত আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন। যখন জুমুআর দিন উপস্থিত হয়, তখন মসজিদের প্রতি দরজায় ফিরিশতাগণ অবস্থান করেন এবং পর্যায়ক্রমে যে প্রথম আগমন করে, তার নাম তারা লিপিবদ্ধ করেন। যখন ইমাম বসে যান তখন তারা তাদের সহীফা ভাঁজ করে ফেলেন এবং খুতবা শ্রবণের জন্য বয়ে যান। যে ব্যক্তি সর্বপ্রথম জুমুআর নামাযে উপস্থিত হয়, তার উদাহরণ ঐ বক্তির মত যে একটি উট কুরবানীর জন্য পাঠায়।
তারপর যে ব্যক্তি উপস্থিত হয় , সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি দুম্বা কুরবানী করে। তারপর যে ব্যক্তি উপস্থিত হয়, সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি মুরগী পানি করে। জানা যে ব্যক্তি উপস্থিত হয়, সে ঐ ব্যক্তি ন্যায় যে একটি ডিম দান করে।
তারপর যে ব্যক্তি উপস্থিত হয় , সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি দুম্বা কুরবানী করে। তারপর যে ব্যক্তি উপস্থিত হয়, সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি মুরগী পানি করে। জানা যে ব্যক্তি উপস্থিত হয়, সে ঐ ব্যক্তি ন্যায় যে একটি ডিম দান করে।
6253 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عَبْدِ اللهِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ , كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلَائِكَةٌ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ , فَإِذَا جَلَسَ الْإِمَامُ طَوَوُا الصُّحُفَ , وَجَلَسُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ , فَمَثَلُ الْمُهَجِّرِ , كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً , ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً , ثُمَّ كَالَّذِي يُهْدِي الْكَبْشَ , ثُمَّ كَالَّذِي يُهْدِي الدَّجَاجَةَ , ثُمَّ كَالَّذِي يُهْدِي الْبَيْضَةَ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জুমআর দিন মসজিদে আগে আগে উপস্থিত হওয়া উত্তম। এটাই হানাফী মাযহাবের মত। (তাহতাবী: ২/২৬৮)
