আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২৩
৩৫২। আল্লাহ তাআলার বাণীঃ আল্লাহর প্রতি নিবিষ্ট চিত্ত হয়ে এবং তোমরা তাঁকে ভয় কর আর নামায কায়িম কর, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।
৪৯৮। কুতাইবা ইবনে সাঈদ (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আব্দুল কায়স গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে এসে বলল, আপনার ও আমাদের মাঝে সে ‘রবীআ’ গোত্র থাকায় শাহরে হারাম (নিষিদ্ধ মাসসমূহ) ছাড়া অন্য কোন সময় আমরা আপনার নিকট আসতে পারি না। কাজেই আপনি আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমরা নিজেরাও গ্রহণ করব এবং আমাদের যারা পিছনে রয়ে গেছে তাদের প্রতিও আহবান জানাব।
রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তোমাদের চারটি বিষয়ে নির্দেশ দিচ্ছি, আর চারটি বিষয় থেকে তোমাদের নিষেধ করছি। নির্দেশিত বিষয়ের মাঝে একটি হল ‘ঈমান বিল্লাহ্’ (আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা)। তারপর তিনি তাদেরকে ব্যাখ্যা করে বুঝালেন যে, ‘ঈমান বিল্লাহ’ অর্থ হল, এ কথার সাক্ষ্য দেওয়া যে, এক আল্লাহ্ ব্যতিত অন্য কোন ইলাহ্ নেই আর আমি আল্লাহর রাসূল, নামায কায়েম করা, যাকাত দেওয়া, আর গনিমতের মালের এক-পঞ্চমাংশ দান করা। আর তোমাদের নিষেধ করছি কদুর পাত্র, সবুজ রংের মাটির পাত্র, বিশেষ ধরনের তৈলাক্ত পাত্র ও গাছের গুড়ি খোদাই করে তৈরী পাত্র ব্যবহার করতে।

হাদীসের ব্যাখ্যা:

এ পাত্রগুলো তখনকার সময়ে মদ তৈরীতে ব্যবহৃত হত। সেজন্য নবী (ﷺ) এগুলো সম্পর্কে নিষেধ করেছিলেন। পরবর্তীতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকেনি। মদ নিষিদ্ধ হয়ে যায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন