আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩০৩
২৭৯৩. লি‘আন (অভিশাপযুক্ত শপথ)।
৪৯২০। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবু মাস’উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) স্বীয় হাত দ্বারা ইয়ামানের দিকে ইশারা করে দু’বার বললেনঃ ঈমান ওখানে। জেনে রেখ! হৃদয়ের কঠোরতা ও কাঠিন্য উট পালনকারীদের মধ্যে (কৃষকদের মধ্যে)। যে দিকে শয়তানের দুটি শিং উদিত হবে তাহলো (কঠোর হৃদয়) রাবী’আ ও মুযার গোত্রদ্বয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন