আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৬
৩৪৭। নামাযে নিজের ঘাড়ে কোন ছোট মেয়েকে তুলে নেয়া
৪৯২। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ..... আবু কাতাদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মেয়ে যয়নাবের গর্ভজাত ও আবুল আস ইবনে রবীআ ইবনে আব্দে শামস (রাযিঃ) এর ঔরসজাত কন্যা উমামা (রাযিঃ)-কে কাঁধে নিয়ে নামায আদায় করতেন। তিনি যখন সিজদায় যেতেন তখন তাকে রেখে দিতেন আর যখন দাঁড়াতেন তখন তাকে তুলে নিতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন