শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত

হাদীস নং: ৫২৫০
১০. বিজিত ভূমিতে ইমাম বা মুসলিম সরকার প্রধান কি কর্মপদ্ধতি অবলম্বন করবেন
৫২৫০। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ...... কায়স ইব্‌ন আবী হাযিম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন জারীর ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) ও আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) অপরাপর কিছু সংখ্যক মুসলমানদের সঙ্গে উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর দরবারে উপস্থিত হলেন তখন উমার (রাযিঃ) জারীর (রাযিঃ)-কে বললেন, হে জারীর! আল্লাহর কসম, যদি আমি এরূপ বণ্টনকারী না হতাম, যাকে জবাবদিহি করতে হবে, তাহলে তোমরা সেটার উপরই বহাল থাকতে, যা আমি তোমাদের জন্য বণ্টন করেছি। কিন্তু আমি মনে করছি যে, তা মুসলমানদেরকে ফিরিয়ে দিব। অনন্তর তিনি তা ফিরিয়ে দিয়েছেন এবং ইরাকের এক-চতুর্থাংশ বাজীলা বাসীদের জন্য ছিলো। তিনি তাদের থেকে তা নিয়ে তাদেরকে আশি দীনার প্রদান করেছেন।
5250 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ , عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ , قَالَ: لَمَّا وَفَدَ جَرِيرُ بْنُ عَبْدِ اللهِ , وَعَمَّارُ بْنُ يَاسِرٍ , فِي أُنَاسٍ مِنَ الْمُسْلِمِينَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ , قَالَ عُمَرُ لِجَرِيرِ «يَا جَرِيرُ , وَاللهُ لَوْلَا أَنِّي قَاسِمٌ مَسْئُولٌ , لَكُنْتُمْ عَلَى مَا قَسَمْتُ لَكُمْ وَلَكِنِّي أَرَى أَنْ أَرُدَّهُ عَلَى الْمُسْلِمِينَ , فَرَدَّهُ , وَكَانَ رُبْعُ السَّوَادِ لِبَجِيلَةَ , فَأَخَذَهُ مِنْهُمْ وَأَعْطَاهُمْ ثَمَانِينَ دِينَارًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫২৫০ | মুসলিম বাংলা