শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত
হাদীস নং: ৫০৮৬
১. মুসলিম রাষ্ট্রপ্রধান হারবী কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে চাইলে প্রথমে কি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া তাঁর উপর আবশ্যক কি না?
৫০৮৬। মুহাম্মাদ ইব্ন নাে'মান সাকতী (রাহঃ) ….. আনাস ইব্ন মালিক (রাযিঃ)-এর ভাতিজা স্বীয় চাচা (আনাস ইব্ন মালিক রা) থেকে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ্(ﷺ) আলী ইব্ন আবী তালিব (রাযিঃ)-কে এক কওমের দিকে যুদ্ধ করার জন্য প্রেরণ করেন। অতঃপর তাঁর পিছনে কাউকে ডাকার জন্য পাঠালেন এবং তাকে বললেন, তার পিছনের দিক থেকে নয় বরং সামনের দিক দিয়ে আসবে। রাবী বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) আলী (রাযিঃ)-কে এই নির্দেশ দিলেন যে, যতক্ষণ না তাদের (কাফিরদেরকে) -কে ইসলামের আহ্বান জানাবে তাদের সঙ্গে যুদ্ধ করবেনা।
5086 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ السَّفْطِيُّ , قَالَ: ثنا الْحُمَيْدِيُّ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ , عَنِ ابْنِ أَخِي , أَنَسِ بْنَ مَالِكٍ , عَنْ عَمِّهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ إِلَى قَوْمٍ يُقَاتِلُهُمْ , ثُمَّ بَعَثَ فِي أَثَرِهِ يَدْعُوهُ , وَقَالَ لَهُ لَا تَأْتِهِ مِنْ خَلْفِهِ , وَائْتِهِ مِنْ بَيْنِ يَدَيْهِ " قَالَ: وَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا أَنْ لَا يُقَاتِلَهُمْ , حَتَّى يَدْعُوَهُمْ
