শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৫০৬১
আন্তর্জাতিক নং: ৫০৬২
৮. কাসামা (কসম) কিভাবে নেয়া হবে
৫০৬১-৬২। ইউনুস (রাহঃ) ….. ইব্‌ন শিহাব (রাহঃ) থেকে তিনি আবু সালমা (রাহঃ) ও সুলায়মান ইব্‌ন ইয়াসার (রাহঃ) থেকে, তারা রাসূলুল্লাহ্(ﷺ) -এর কতিপয় আনসারী সাহাবা থেকে রিওয়ায়াত করেছেন যে, জাহিলী যুগেও কাসামার প্রচলন ছিল। রাসূলুল্লাহু(ﷺ) সেটাকে বহাল রেখেছেন এবং রাসূলুল্লাহ্(ﷺ) এক নিহত ব্যক্তির বিষয়ে কাসামার ফায়সালা করেছেন, যার পরিজন ইয়াহুদীদের উপর এর দাবি করত।


সুলায়মান ইব্‌ন শুআয়ব (রাহঃ) ….. যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ্(ﷺ) -এর কতিপয় আনসারী সাহাবা থেকে আবু সালমা ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) ও সুলায়মান ইব্‌ন ইয়াসার (রাহঃ) অনুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। অতঃপর ইমাম যুহরী (রাহঃ) কাসামা সম্পর্কে এটাও বলেছেনঃ
5061 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ أُنَاسٍ مِنَ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْقَسَامَةَ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ فَأَقَرَّهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا كَانَتْ عَلَيْهِ وَقَضَى بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أُنَاسٍ فِي قَتِيلٍ ادَّعَوْهُ عَلَى الْيَهُودِ "

5062 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ قَالَ: ثنا الزُّهْرِيُّ قَالَ: ثنا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَسُلَيْمَانُ بْنُ يَسَارٍ عَنْ أُنَاسٍ مِنَ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ ثُمَّ قَالَ الزُّهْرِيُّ فِي الْقَسَامَةِ أَيْضًا مَا قَدْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫০৬১ | মুসলিম বাংলা