শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৫০৫৫
৭. কাসামা যে গৃহে নিহত পাওয়া গিয়েছে এর বসবাসকারীদেরকে কসম দেয়া হবে অথবা এর মালিক কে?
৫০৫৫। ফাহাদ (রাহঃ) ….. বুশায়র ইব্ন ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত যে, এক আনসারী যাকে সাহল ইব্ন আবী হাসমা বলা হত, তিনি তাকে বলেছেন যে, তাঁর কওমের কিছু লােক খায়বার অভিমুখে গিয়েছে। এবং তারা সেখানে গিয়ে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনন্তর তারা তাদের এক লােককে সেখানে নিহত অবস্থায় পেয়েছে। তাঁরা সেই সমস্ত লােকদের বললেন, যাদের নিকট তাকে পেয়েছেন যে, তােমরা আমাদের সঙ্গীকে হত্যা করেছ। তারা বলল, আল্লাহর কসম! আমরা হত্যা করিনি এবং না হত্যাকারীকে জানি। তারা নবী(ﷺ) -এর নিকট চলে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী ! আমরা খায়বার গিয়েছিলাম এবং সেখানে আমাদের এক সঙ্গীকে নিহত অবস্থায় পেয়েছি। রাসূলুল্লাহ্(ﷺ) দু’বার বললেন, বড়কে মর্যাদা দাও (কথা বলতে দাও)। অতঃপর তিনি তাদেরকে বললেন, হত্যাকারীর বিরুদ্ধে সাক্ষ্য পেশ কর। তারা বললেন, আমাদের কাছে সাক্ষ্য নেই। বললেন, তারা যদি তােমাদের সম্মুখে কসম করে, গ্রহণ করবে? তারা বললেন, আমরা ইয়াহুদীদের কসমের উপর সন্তুষ্ট নই। তাই নবী(ﷺ) ও তার রক্ত বাতিল হওয়াটাকে অপছন্দ করে সাদাকার উট থেকে একশত উট তার দিয়াত আদায় করে দিয়েছেন।
5055 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ " أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَخْبَرَهُ أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ فَتَفَرَّقُوا فِيهَا فَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا. فَقَالُوا لِلَّذِينَ وَجَدُوهُ عِنْدَهُمْ: قَتَلْتُمْ صَاحِبَنَا قَالُوا: وَاللهِ مَا قَتَلْنَا وَلَا عَلِمْنَا قَاتِلًا. فَانْطَلَقُوا إِلَى نَبِيِّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا نَبِيَّ اللهِ , انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْكُبْرَ الْكُبْرَ فَقَالَ لَهُمْ تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَ؟ قَالُوا: مَا لَنَا بَيِّنَةٌ. قَالَ أَفَيَحْلِفُونَ لَكُمْ؟ قَالُوا: لَا نَرْضَى بِأَيْمَانِ الْيَهُودِ. فَكَرِهَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبْطُلَ دَمَهُ فَوَدَاهُ بِمِائَةٍ مِنْ إِبِلِ الصَّدَقَةِ "
হাদীসের ব্যাখ্যা:
এটি খায়বার যুদ্ধপরবর্তী একটি ঘটনা। বিভিন্ন হাদীসে ঘটনাটি সংক্ষেপে/ বিস্তারিত বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। কোন কোন বর্ণনায় সামান্য গরমিলও পরিলক্ষিত হয়। কিছুটা ব্যাখ্যা সহকারে ঘটনার বিবরণ দেখুন ৫০৫৩ নং হাদীসে।
.
