শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৫০৫৪
৭. কাসামা যে গৃহে নিহত পাওয়া গিয়েছে এর বসবাসকারীদেরকে কসম দেয়া হবে অথবা এর মালিক কে?
৫০৫৪। ইউনুস (রাহঃ) ..... বুশায়র ইব্‌ন ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আব্দুল্লাহ ইব্‌ন সাহল আনসারী (রাযিঃ) ও মুহায়্যিসা ইব্‌ন মাস্উদ (রাযিঃ) খায়বার অভিমুখে বের হয়ে যান এবং তারা (খায়বার পৌছে) নিজ নিজ প্রয়ােজনে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন দিকে চলে যান। পরে আব্দুল্লাহ ইব্‌ন সাহল (রাযিঃ) নিহত হয়ে যান। এ সংবাদ মুহায়্যিসা (রাযিঃ)-এর নিকট পৌছালে তিনি ও তার ভাই হুওয়ায়্যিসা (রাযিঃ) ও আব্দুর রহমান ইব্‌ন সাহল (রাযিঃ) রাসূলুল্লাহ্(ﷺ) -এর দরবারে এলেন। আব্দুর রহমান (রাযিঃ) স্বীয় ভাইয়ের বিষয়ে কথা বলতে গেলে রাসূলুল্লাহ্(ﷺ) দু'বার বললেন, বড়কে মর্যাদা দাও (কথা বলতে দাও)। অনন্তর হুওয়ায়্যিসা ও মুহায়্যিসা (রাযিঃ) কথা বললেন এবং আব্দুল্লাহ্ ইব্‌ন সাহল (রাযিঃ)-এর ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, তােমাদের থেকে পঞ্চাশজন কি কসম করতে পারবে? আর এর মাধ্যমে তােমরা তােমাদের হত্যাকারীর, অথবা বলেছেন তােমাদের সঙ্গীর খুনের অধিকার পেয়ে যাবে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা তাে সেখানে উপস্থিত ছিলাম না এবং না ঘটনার সাক্ষী। রাসূলুল্লাহ্(ﷺ) বললেন, তাহলে ইয়াহুদীদের পঞ্চাশজনের কসম কি তােমাদেরকে মুক্ত করবে? তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কাফির সম্প্রদায়ের কসম কিভাবে গ্রহণ করব? মালিক (রাযিঃ) বলেনঃ ইয়াহ্ইয়া ইব্‌ন সাঈদ (রাহঃ) বলেছেন, বুশায়র (রাহঃ)-এর ধারণা মতে রাসূলুল্লাহ্(ﷺ) নিজের পক্ষ থেকে তার দিয়াত আদায় করে দিয়েছিলেন।
5054 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ , أَنَّهُ أَخْبَرَهُ " أَنَّ عَبْدَ اللهِ بْنَ سَهْلٍ الْأَنْصَارِيَّ وَمُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ خَرَجَا إِلَى خَيْبَرَ فَتَفَرَّقَا فِي حَوَائِجِهِمَا فَقُتِلَ عَبْدُ اللهِ بْنُ سَهْلٍ فَبَلَغَ مُحَيِّصَةَ. فَأَتَى هُوَ وَأَخُوهُ حُوَيِّصَةُ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَهَبَ عَبْدُ الرَّحْمَنِ لِيَتَكَلَّمَ لِمَكَانِهِ مِنْ أَخِيهِ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَبِّرْ كَبِّرْ. [ص:198] فَتَكَلَّمَ حُوَيِّصَةُ وَمُحَيِّصَةُ فَذَكَرَا شَأْنَ عَبْدِ اللهِ بْنِ سَهْلٍ فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَحْلِفُونَ خَمْسِينَ يَمِينًا أَوْ تَسْتَحِقُّونَ دَمَ قَاتِلِكُمْ أَوْ صَاحِبِكُمْ؟ قَالُوا يَا رَسُولَ اللهِ لَمْ نَشْهَدْ وَلَمْ نَحْضُرْ. قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفَتُبَرِّئُكُمْ يَهُودُ بِخَمْسِينَ يَمِينًا؟ قَالُوا: يَا رَسُولَ اللهِ كَيْفَ نَقْبَلُ أَيْمَانَ قَوْمٍ كُفَّارٍ؟ ". قَالَ مَالِكٌ: قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ فَزَعَمَ بُشَيْرٌ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَاهُ مِنْ عِنْدِهِ

হাদীসের ব্যাখ্যা:

এটি খায়বার যুদ্ধপরবর্তী একটি ঘটনা। বিভিন্ন হাদীসে ঘটনাটি সংক্ষেপে/ বিস্তারিত বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। কোন কোন বর্ণনায় সামান্য গরমিলও পরিলক্ষিত হয়। কিছুটা ব্যাখ্যা সহকারে ঘটনার বিবরণ দেখুন ৫০৫৩ নং হাদীসে।
.
tahqiqতাহকীক:তাহকীক চলমান