শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৫০০৩
আন্তর্জাতিক নং: ৫০০৪
২. কেউ কাউকে হত্যা করলে তাকে (হত্যাকারীকে) কিভাবে হত্যা করা হবে?
৫০০৩-০৪। ইউনুস (রাহঃ) ….. আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'উকুল' গােত্রের আটজন লােক মদীনায় আসে। কিন্তু তাদের মদীনার আবহাওয়া অনুকূল হয়নি। (ফলে তারা রােগাক্রান্ত হয়ে পড়ে)। তখন রাসূলুল্লাহ্(ﷺ) তাদেরকে - স্বীয় উটসমূহের রক্ষিত স্থানে পাঠিয়ে দিলেন। তারা ওগুলাের দুধ পান করল। যখন তারা সুস্থ হয়ে গেল তখন এরা ইসলাম ত্যাগ করে ‘মুরতাদ’ হয়ে গেল। রাসূল(ﷺ) নিযুক্ত রাখালকে হত্যা করে উটগুলােকে তাড়িয়ে নিয়ে পালিয়ে গেল। রাসূলুল্লাহ্(ﷺ) (কিছু সংখ্যক লােককে পাকড়াওয়ের জন্য) তাদের পিছনে পাঠালেন। তারা তাদেরকে ধরে এনে তাদের হাত পা কেটে দিল এবং তাদের চোখ গরম শলাকা দিয়ে বিদ্ধ করে ফেলে দিয়েছেন। অবশেষে তারা মৃত্যুবরণ করেছে।


আবু বাকরা (রাহঃ) ….. আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) সূত্রে নবী(ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
5003 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسٍ قَالَ: «قَدِمَ ثَمَانِيَةُ رَهْطٍ مِنْ عُكْلٍ فَاسْتَوْخَمُوا الْمَدِينَةَ فَبَعَثَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى ذَوْدٍ لَهُ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا. فَلَمَّا صَحُّوا ارْتَدُّوا عَنِ الْإِسْلَامِ وَقَتَلُوا رَاعِيَ الْإِبِلِ وَسَاقُوا الْإِبِلَ. فَبَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آثَارِهِمْ فَأُخِذُوا فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ وَتَرَكَهُمْ حَتَّى مَاتُوا» .

5004 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ , قَالَ: ثنا حُمَيْدٌ الطَّوِيلُ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫০০৩ | মুসলিম বাংলা