শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৪৯৮৩
১০. কোন ব্যক্তি অলংকার ধার নেয়ার পর যদি ফেরত না দেয় তাহলে কি তার হাত কাটা যাবে?
৪৯৮৩। আবু জা'ফর আত-তাহাবী (রাহঃ) বলেনঃ মা'মার (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “একটি মহিলা অলংকার ধার নিত কিন্তু ফেরত দিতনা। বর্ণনাকারী বলেন, তাকে রাসূলুল্লাহ্(ﷺ)-এর কাছে হাযির করা হল ও তার হাত কাটা হল।”
بَابُ الرَّجُلِ يَسْتَعِيرُ الْحُلِيَّ فَلَا يَرُدُّهُ هَلْ عَلَيْهِ فِي ذَلِكَ قَطْعٌ أَمْ لَا
4983 - قَالَ أَبُو جَعْفَرٍ: رُوِيَ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ " امْرَأَةً كَانَتْ تَسْتَعِيرُ الْحُلِيَّ وَلَا تَرُدُّهُ قَالَ: فَأُتِيَ بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُطِعَتْ "
