শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৪৯৮২
৯. চুরির স্বীকৃতি যা হাত কাটাকে ওয়াজিব করে
৪৯৮২। আবু বিশর আর-রাকী (রাহঃ) ….. আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) হতে বর্ণনা করেন। একদিন জনৈক ব্যক্তি তার কাছে চুরির কথা দুবার স্বীকার করে, তখন আলী (রাযিঃ) তাকে বলেন, “তুমি তােমার বিরুদ্ধে দুবার সাক্ষ্য দিলে।” বর্ণনাকারী বলেন, এরপর তিনি তার ক্ষেত্রে হুকুম জারী করেন। তার হাত কাটা হয় এবং তা তার গর্দানে লটকিয়ে দেয়া হয়।

তােমরা কি লক্ষ্য করনা যে, আলী (রাযিঃ) চুরি সম্পর্কে স্বীকৃতির হুকুমকে সংখ্যার দিক দিয়ে চুরি সম্বন্ধে সাক্ষ্য দেয়ার হুকুমে রূপান্তরিত করেন, অনুরূপভাবে আল্লাহর সমস্ত শাস্তির স্বীকৃতিকে সাক্ষ্য দানের সংখ্যার ন্যায় সাক্ষ্য সহকারে গ্রহণ করেন।
4982 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , عَنِ الْأَعْمَشِ , عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِيهِ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ , أَنَّ رَجُلًا أَقَرَّ عِنْدَهُ بِسَرِقَةٍ مَرَّتَيْنِ فَقَالَ: قَدْ شَهِدْتَ عَلَى نَفْسِكَ شَهَادَتَيْنِ قَالَ: فَأَمَرَ بِهِ فَقُطِعَ وَعَلَّقَهَا فِي عُنُقِهِ أَفَلَا تَرَى أَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ رَدَّ حُكْمَ الْإِقْرَارِ بِالسَّرِقَةِ إِلَى حُكْمِ الشَّهَادَةِ عَلَيْهَا فِي عَدَدِ الشُّهُودِ فَكَذَلِكَ الْإِقْرَارُ بِحُدُودِ اللهِ كُلِّهَا لَا يُقْبَلُ فِي ذَلِكَ إِلَّا بِعَدَدِ مَا يُقْبَلُ مِنَ الشُّهُودِ عَلَيْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৯৮২ | মুসলিম বাংলা