শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৪৮৫৪
আন্তর্জাতিক নং: ৪৮৫৫
২. বিবাহিত ব্যভিচারীর শাস্তি কি?
৪৮৫৪-৫৫। আলী ইবন শাইবা (রাহঃ) ..... আব্দুর রহমান ইব্‌ন আবু লাইলা (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন “হামাদান থেকে একটি মহিলা হযরত আলী (রাযিঃ)-এর কাছে আগমন করেন। তার নাম ছিল শারাহ। তিনি বলেন, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি”। হযরত আলী (রাযিঃ) তাকে উপেক্ষা করলেন। অতঃপর তিনি তার নিজের বিরুদ্ধে চারবার সাক্ষ্য প্রদান করেন। তখন হযরত আলী (রাযিঃ) তার সম্বন্ধে হুকুম দেন ও তাকে বেত্রাঘাত করা হয়। অতঃপর আলী (রাযিঃ) আবার হুকুম দেন ও তাকে রাজম করা হয়।

রাওহ, ইবনুল ফারাজ (রাহঃ) .... আবুল আহওয়াস (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি নিজ সনদে অনুরূপ বর্ণনা পেশ করেন।
4854 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: جَاءَتِ امْرَأَةٌ مِنْ هَمْدَانَ يُقَالُ لَهَا شُرَاحَةُ إِلَى عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَتْ إِنِّي زَنَيْتُ , فَرَدَّهَا حَتَّى شَهِدَتْ عَلَى نَفْسِهَا أَرْبَعَ شَهَادَاتٍ فَأَمَرَ بِهَا فَجُلِدَتْ , ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ.

4855 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৮৫৪ | মুসলিম বাংলা