শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৪৮৪১
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
১. অবিবাহিতের যিনার শাস্তি।
৪৮৪১। ফাহাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন মালিক আল-আউলী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, “দাসী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তাকে তােমরা বেত্রাঘাত করবে, পুনরায় যদি সে ব্যভিচারে লিপ্ত হয় তাকে তােমরা বেত্রাঘাত করবে। আবার যদি সে ব্যভিচারে লিপ্ত হয় তাকে তােমরা বেত্রাঘাত করবে। অতঃপর যদি সে ব্যভিচারে লিপ্ত হয় তাকে একটি রশির বিনিময়ে হলেও বিক্রি করে দিবে। হাদীসে উল্লেখিত الضَّفِيرُ এর অর্থ রশি।
كتاب الحدود و الجنايات
4841 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ , قَالَ: ثنا بَقِيَّةُ هُوَ ابْنُ الْوَلِيدِ عَنِ الزُّبَيْدِيِّ , عَنِ الزُّهْرِيِّ , [ص:136] عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ , أَنَّ شِبْلَ بْنَ خُلَيْدٍ الْمُزَنِيَّ , أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَالِكٍ الْأَوْسِيَّ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «الْوَلِيدَةُ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا , ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا ثُمَّ إِنْ زَنَتْ فَبِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ» وَالضَّفِيرُ: الْحَبْلُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান