শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৪৮৪০
১. অবিবাহিতের যিনার শাস্তি।
৪৮৪০। ইউনুস (রাহঃ) ….. আব্দুল্লাহ ইবন মালিক আল-আউসী (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি সংবাদ দেন যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দাসী যদি ব্যভিচারে লিপ্ত হয়, এরপর অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি বিক্রির কথা বলেছেন তৃতীয়বারে কিংবা চতুর্থবারে। রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবী যায়দ ইবন খালিদ (রাযিঃ) ও অনুরূপ সংবাদ পরিবেশন করেন।
আবু জাফর আত-তাহাবী (রাহঃ) বলেনঃ উপরােক্ত হাদীসে উল্লেখিত শিবল ইবন খালিদ বর্ণনাকারীর নাম ভুল। শুদ্ধ হবে শিবল ইবন খুলাইদ আল-মুযানী।
আবু জাফর আত-তাহাবী (রাহঃ) বলেনঃ উপরােক্ত হাদীসে উল্লেখিত শিবল ইবন খালিদ বর্ণনাকারীর নাম ভুল। শুদ্ধ হবে শিবল ইবন খুলাইদ আল-মুযানী।
4840 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، أَنَّ شِبْلَ بْنَ خَالِدٍ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَالِكٍ الْأَوْسِيَّ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْوَلِيدَةُ إِذَا زَنَتْ مِثْلَهُ إِلَّا أَنَّهُ قَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ الْبَيْعُ» وَأَخْبَرَهُ زَيْدُ بْنُ خَالِدٍ صَاحِبُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ قَالَ أَبُو جَعْفَرٍ: هَذَا خَطَأُ شِبْلٍ هَذَا ابْنُ خُلَيْدٍ الْمُزَنِيُّ
