শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ৪৮৩৬
আন্তর্জাতিক নং: ৪৮৩৭
১. অবিবাহিতের যিনার শাস্তি।
৪৮৩৬-৩৭। ইউনুস (রাহঃ) ও ঈসা ইবন ইবরাহীম অলি-গাফিকী (রাহঃ) ..... আবু হুরাইরা (রাযিঃ), যায়দ ইবন আলিদ আল-জুহানী (রাযিঃ) এবং শিবল (রাযিঃ) হতে বর্ণনা করেন। তারা বলেন, আমরা এক সময় রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপবিষ্ট ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) এর দরবারে এক ব্যক্তি দণ্ডায়মান হলেন এবং বললেন, আমি আপনাকে আল্লাহর শপথ দিচ্ছি, আপনি যেন আমাদের মাঝে আল্লাহর কিতাবের হুকুম মুতাবিক ফায়সালা প্রদান করেন। তখন তার প্রতিপক্ষও দণ্ডায়মান হলেন। তিনি ছিলেন প্রথম পক্ষ থেকে বেশী জ্ঞানী। তিনি বললেন, আমার প্রতিপক্ষ সত্য বলেছেন। আপনি আমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করুন এবং আমাকে আরযী পেশ করতে অনুমতি প্রদান করুন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আপনি বলুন, তখন তিনি বললেন, “আমার ছেলে সে ছিল পথভ্রষ্ট, অতঃপর সে এ লােকটির স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল এরপর আমি তার কাছে একশ বকরী ও একটি গােলাম দণ্ড আদায় করি। অতঃপর আমি কিছু সংখ্যক জ্ঞানী লােকদেরকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করি, তারা আমাকে বলে যে, আমার ছেলের জন্যে একশ বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন দিতে হবে। আর মহিলাটিকে প্রস্তর দ্বারা শাস্তি প্রদান করতে হবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, “যে তার হাতে আমার প্রাণ নাস্ত, তার নামে শপথ করে বলছি, আমি তােমাদের দুই জনের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সালা করব। একশটি বকরী এবং গোলাম তােমার কাছে ফেরত আসবে। আর তােমার ছেলের জন্য রয়েছে একশ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন। হে উনাইস! তুমি এ লােকটির স্ত্রীর কাছে যাও, যদি সে অপরাধের কথা স্বীকার করে তাহলে তাকে ‘রাজম’ করো। উনাইস (রাযিঃ) মহিলাটির কাছে গেলেন, আর সে অপরাধ স্বীকার করল এবং উনাইস তাকে ‘রাজম’ করলেন।
4836 - حَدَّثَنَا يُونُسُ , وَعِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ , قَالَا: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ , " عَنْ أَبِي هُرَيْرَةَ , وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ , وَشِبْلٍ , قَالُوا: كُنَّا قُعُودًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ أَنْشُدُكَ اللهَ [ص:135] إِلَّا قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ. فَقَالَ خَصْمُهُ وَكَانَ أَفْقَهَ مِنْهُ. فَقَالَ: صَدَقَ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللهِ وَإِيذَنْ لِي. قَالَ قُلْ قَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَى بِامْرَأَتِهِ , فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ ثُمَّ سَأَلْتُ رِجَالًا مِنْ أَهْلِ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ , وَعَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ. فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ , لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللهِ الْمِائَةُ الشَّاةُ وَالْخَادِمُ رَدٌّ عَلَيْكَ , وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ , وَاغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا , فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ , فَرَجَمَهَا "
