শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৪৬৪৩
৭. অনুচ্ছেদঃ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে যে, ‘কদরের রাতে তুমি তালাক’ তাহলে তালাক কখন প্রতিফলিত হবে?
৪৬৪৩। ইউনুস (রাহঃ) ….. যির ইব্ন হুবাইশ (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি উবাই ইব্ন কা'ব (রাযিঃ)-কে বলতে শুনেছি, আর তার কাছে এ সংবাদ পৌছেছে যে, ইব্ন মাস্উদ (রাযিঃ) বলেছেন, যে ব্যক্তি সারা বছর রাতের বেলা ইবাদতে কাটায় সে লাইলাতুল কদর পেতে পারে। উবাই (রাযিঃ) তখন বলেন, ঐ আল্লাহর শপথ যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, লাইলাতুল কদর রামাদান মাসেই সংঘটিত হয়। ঐ আল্লাহর শপথ, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, আমি অবশ্যই জানি লাইলাতুল কদর কোন্ রাতে সংঘটিত হয়। রাসূলুল্লাহ্(ﷺ) আমাদেরকে উক্ত রাতে ইবাদত করার নির্দেশ দিয়েছেন আর তা হচ্ছে ২৭ শা রামাদানের পূর্বরাত্রি।
4643 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , قَالَ: حَدَّثَنِي عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ , قَالَ: حَدَّثَنِي زِرُّ بْنُ حُبَيْشٍ , قَالَ: سَمِعْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ وَبَلَغَهُ أَنَّ ابْنَ مَسْعُودٍ قَالَ: «مَنْ قَامَ السَّنَةَ كُلَّهَا أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ» . فَقَالَ أُبَيٌّ: «وَاللهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ , إِنَّهَا لَفِي رَمَضَانَ , وَاللهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ , إِنِّي لَأَعْلَمُ أَيَّ لَيْلَةٍ هِيَ؟ أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَقُومَهَا لَيْلَةَ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ»
