শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ৪৬০৪
আন্তর্জাতিক নং: ৪৬০৫
৬. দাসী যদি স্বাধীন হয়ে যায় আর তার স্বামী স্বাধীন তাহলে আযাদপ্রাপ্তা মহিলার বিয়ে ভঙ্গের ব্যাপারে কোন ইখতিয়ার থাকবে কিনা?
৪৬০৪-০৫। ইউনুস (রাহঃ) ….. তাউস (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, দাসী যখন মুক্ত হয়ে যায় তখন তার ইখতিয়ার অর্জিত হয়, যদিও তার বিয়ে কুরাইশ বংশের কারাে সাথে হয়ে থাকে।


৪২৫৯. ইবরাহীম (রাহঃ) ….. তাউস (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আযাদকৃত দাসীর জন্যে গােলামের সাথে কিংবা স্বাধীনের সাথে বিয়ে হােক, নিকাহ বাতিল করার ইখতিয়ার অর্জিত হয়। তিনি আরাে বলেন, আল হাসান ইব্‌ন মুসলিম অনুরূপ আমাকে সংবাদ দিয়েছেন।
4604 - عَنْ طَاوُسٍ حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ ابْنِ طَاوُسٍ , عَنْ أَبِيهِ قَالَ: " لِلْأَمَةِ الْخِيَارُ إِذَا أُعْتِقَتْ , وَإِنْ كَانَتْ تَحْتَ قُرَشِيٍّ

4605 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , قَالَ: أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ , عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ: «لَهَا الْخِيَارُ , يَعْنِي فِي الْعَبْدِ وَالْحُرِّ» . قَالَ: وَأَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ مِثْلَ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৬০৪ | মুসলিম বাংলা