শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ৪৬০২
৬. দাসী যদি স্বাধীন হয়ে যায় আর তার স্বামী স্বাধীন তাহলে আযাদপ্রাপ্তা মহিলার বিয়ে ভঙ্গের ব্যাপারে কোন ইখতিয়ার থাকবে কিনা?
৪৬০২। আলী ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, “বারীরা (রাযিঃ)-এর স্বামী হাবশী গােলাম ছিলেন। আর তাঁর নাম ছিল মুগীস। রাসূলুল্লাহ্(ﷺ) বারীরা (রাযিঃ)-কে ইখতিয়ার দিয়েছিলেন এবং বারীরা (রাযিঃ) কে ইদ্দত পালন করার আদেশ দিয়েছিলেন।”
4602 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا عَفَّانَ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: ثنا قَتَادَةُ , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا أَسْوَدَ , يُسَمَّى مُغِيثًا , فَخَيَّرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَهَا أَنْ تَعْتَدَّ»
