আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০৭
৩৩৯। বাহন, উট, গাছ ও হাওদা সামনে রেখে নামায আদায় করা।
৪৮৩। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী বসরী (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাঁর উটনীকে সামনে রেখে নামায আদায় করতেন। (রাবী নাফি (রাহঃ) বলেন) আমি (আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) কে) জিজ্ঞাসা করলামঃ যখন সওয়ারী নড়াচড়া করতো তখন (তিনি কি করতেন)? তিনি বলেনঃ তিনি তখন হাওদা নিয়ে সোজা করে নিজের সামনে রাখতেন, আর তার শেষাংশের দিকে নামায আদায় করতেন। (নাফি (রাহঃ) বলেন) ইবনে উমর (রাযিঃ)-ও এরূপ করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন