আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং:
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
৪৮২। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) .... নাফি (রাহঃ) থেকে বর্ণিত, আব্দুল্লাহ (রাযিঃ) যখন কাবা গৃহে প্রবেশ করতেন তখন সামনের দিকে চলতে থাকতেন এবং দরজা পেছনে রাখতেন। এভাবে এগিয়ে গিয়ে যেখানে তাঁর ও দেওয়ালের মাঝে প্রায় তিন হাত পরিমাণ ব্যবধান থাকতো, সেখানে তিনি নামায আদায় করতেন। তিনি সে স্থানেই নামায আদায় করতে চাইতেন, যেখানে নবী (ﷺ) নামায আদায় করেছিলেন বলে বিলাল (রাযিঃ) তাঁকে খবর দিয়েছিলেন। তিনি বলেনঃ কাবা ঘরের যে-কোন প্রান্তে ইচ্ছা, নামায আদায় করায় আমাদের কারো কোন দোষ নেই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন