আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৮৩
২৭২৩. আন-নাকী‘ বা অন্যান্য শরবত বা পানীয়, যার মধ্যে মাদকতা নেই। এই রকম শরবত ওয়ালীমাতে পান করানো
৪৮০৯। ইয়াহয়া ইবন বুকায়র (রাহঃ) ......... সাহল ইবন সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু উসায়দ আস-সা‘ঈদী (রাযিঃ) তাঁর ওয়ালীমায় মহানবী (ﷺ) কে দাওয়াত দেন। তাঁর নববধু সেদিন মহানবী (ﷺ) -কে খাদ্য এবং পানীয় পরিবেশন করেন। সাহল (রাযিঃ) বলেন, তোমরা কি জান সেই নববধু রাসূল (ﷺ) -কে কি পান করিয়েছিলেন? তিনি মহানবী (ﷺ) -এর জন্য একটি পানপাত্রে কিছু খেজুর সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন