আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৮২
২৭২২. নববধু কর্তৃক শাদী অনুষ্ঠনে খেদমত করা
৪৮০৮। সা‘ঈদ ইবনে আবু মারইয়াম (রাহঃ) ......... সাহাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আবু উসায়দ আস-সা‘ঈদী (রাযিঃ) তাঁর ওয়ালীমায় নবী করীম (ﷺ) এবং তাঁর সাহাবীগণ কে দাওয়াত দিলেন, তখন তাঁর নববধু উম্মু উসায়দ ছাড়া আর কেউ উক্ত খাদ্য প্রস্তুত এবং পরিবেশন করেনি। তিনি একটি পাথরের পাত্রে সারা রাত পানির মধ্যে খেজুর ভিজিয়ে বাখেন। যখন নবী করীম (ﷺ) খাওয়া-দাওয়া শেষ করেন, তখন সেই তোহফা রাসুল (ﷺ) কে পান করান।
