শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৪১৪৯
শিশুদের হজ্জ
৪১৪৯। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা (রাহঃ) ….. আবুস সফর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছি, হে লােক সকল! আমার থেকে শােন! যা কিছু তােমাদের বলার এই কথা বলতে বলতে বেরিয়ে যেয়াে না যে, ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেছেন, যে শিশু তার পরিবারের সঙ্গে হজ্জ পালন করে, তারপর মারা যায়, তাহলে সে ইসলাম জনিত হজ্জ আদায় করে ফেলেছে। যদি সে বালিগ হয়ে যায় তার উপর হজ পালন করা আবশ্যক। আর যে ক্রীতদাস তার মনিবদের সঙ্গে হজ্জ পালন করে তারপর সে মারা যায় তবে সে ইসলাম জনিত হজ্জ আদায় করে ফেলল। তবে যদি তাকে আযাদ করে দেয়া হয় তা হলে তার উপর হজ্জ পালন আবশ্যক হবে।
4149 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ أَبِي السَّفَرِ , قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ , يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ , أَسْمِعُونِي مَا تَقُولُونَ , وَلَا تَخْرُجُوا , تَقُولُونَ قَالَ ابْنُ عَبَّاسٍ أَيُّمَا غُلَامٍ حَجَّ بِهِ أَهْلُهُ , فَمَاتَ , فَقَدْ قَضَى حَجَّةَ الْإِسْلَامِ , فَإِنْ أَدْرَكَ فَعَلَيْهِ الْحَجُّ , وَأَيُّمَا عَبْدٍ حَجَّ بِهِ أَهْلُهُ فَمَاتَ , فَقَدْ قَضَى حَجَّةَ الْإِسْلَامِ , فَإِنْ أُعْتِقَ فَعَلَيْهِ الْحَجُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪১৪৯ | মুসলিম বাংলা