শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩৪০৪
আন্তর্জাতিক নং: ৩৪০৮
সিয়াম অবস্থায় বমি করা প্রসঙ্গে
৩৪০৪-৩৪০৮। আবু বাকরা (রাহঃ) ......... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কেউ যদি সিয়াম অবস্থায়
(ইচ্ছাকৃত) বমি করে তবে সে কাযা করবে। আর কারাে অনিচ্ছাকৃত বমি হলে তাকে কাযা করতে হবে না।
ইব্ন মারযূক (রাহঃ) .... ইব্ন উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) .... ইবরাহীম (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)..... হাসান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ (রাহঃ) .... কাসিম ইব্ন মুহাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
(ইচ্ছাকৃত) বমি করে তবে সে কাযা করবে। আর কারাে অনিচ্ছাকৃত বমি হলে তাকে কাযা করতে হবে না।
ইব্ন মারযূক (রাহঃ) .... ইব্ন উমার (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) .... ইবরাহীম (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)..... হাসান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ (রাহঃ) .... কাসিম ইব্ন মুহাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
08- 3404 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا رَوْحٌ قَالَ: ثنا مَالِكٌ وَصَخْرُ بْنُ جُوَيْرِيَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ قَالَ: " مَنِ اسْتَقَاءَ وَهُوَ صَائِمٌ فَعَلَيْهِ الْقَضَاءُ وَمَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَيْسَ عَلَيْهِ الْقَضَاءُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا الْقَعْنَبِيُّ , قَالَ: ثنا مَالِكٌ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ , عَنْ حَمَّادٍ , عَنْ إِبْرَاهِيمَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ حُمَيْدٍ , عَنِ الْحَسَنِ , مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدٌ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ حِبَّانَ السُّلَمِيِّ , عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ , مِثْلَهُ
حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا الْقَعْنَبِيُّ , قَالَ: ثنا مَالِكٌ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ , عَنْ حَمَّادٍ , عَنْ إِبْرَاهِيمَ مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ حُمَيْدٍ , عَنِ الْحَسَنِ , مِثْلَهُ
حَدَّثَنَا مُحَمَّدٌ , قَالَ: ثنا حَجَّاجٌ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ حِبَّانَ السُّلَمِيِّ , عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ , مِثْلَهُ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, অনিচ্ছায় মুখ ভরে বমি হলে রোযা ভাঙ্গবে না। ইচ্ছেকৃত বমি করলে মুখ ভরে হলে ভেঙ্গে যাবে। মুখ ভরে না হলে ভাঙ্গবে না। ইচ্ছেকৃত হল মুখে আঙ্গুল দিয়ে এভাবে কোন পদ্ধতিতে ইচ্ছেকৃত মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। অনিচ্ছায় হলে বা ইচ্ছেকৃতি মুখ ভরে না হলে রোযা ভাঙ্গবে না।
