শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩৩৯৯
আন্তর্জাতিক নং: ৩৪০২
সিয়াম অবস্থায় বমি করা প্রসঙ্গে
৩৩৯৯-৩৪০২। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... ফাযালা ইব্ন উবায়দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
একবার রাসূলুল্লাহ্ (ﷺ) পানীয় কিছু চাইলেন। এতে আমাদের মধ্যে কেউ তাঁকে বললেন, ইয়া রাসূলাল্লাহ্!
আপনি না সকাল থেকে সিয়ামরত অবস্থায় আছেন? তিনি বললেন, 'হ্যাঁ, কিন্তু আমি বমি করেছি।’
আবু বাকরা (রাহঃ), মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ও হুসাইন ইব্ন নসর (রাহঃ) ..... ফাযালা (রাযিঃ) সূত্রে
রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
উত্তরে তাঁদেরকে বলা হবে এটিও প্রথমোক্ত হাদীসের অনুরূপ । হতে পারে (তাঁর উক্তি) "এবং আমি বমি
করেছি" এর ফলে সাওম পালন থেকে দুর্বল হয়ে পড়ার কারণে সিয়াম ভেঙ্গে ফেলেছি। এই দুই হাদীস বমির কারণে তাঁর সিয়াম ভেঙ্গে যাওয়ার প্রমাণ বহন করে না। বরং এতে ব্যক্ত হয়েছে যে, তিনি একবার
(সিয়ামকালে) বমি করলেন এবং এর পরে সিয়াম ছেড়ে দিলেন।
সিয়ামরত ব্যক্তির অনিচ্ছাকৃত বমি বা ইচ্ছাকৃত বমির বিধান সম্পর্কে নবী করীম (ﷺ) থেকে বিস্তারিতভাবে বর্ণিত আছে:
একবার রাসূলুল্লাহ্ (ﷺ) পানীয় কিছু চাইলেন। এতে আমাদের মধ্যে কেউ তাঁকে বললেন, ইয়া রাসূলাল্লাহ্!
আপনি না সকাল থেকে সিয়ামরত অবস্থায় আছেন? তিনি বললেন, 'হ্যাঁ, কিন্তু আমি বমি করেছি।’
আবু বাকরা (রাহঃ), মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ও হুসাইন ইব্ন নসর (রাহঃ) ..... ফাযালা (রাযিঃ) সূত্রে
রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
উত্তরে তাঁদেরকে বলা হবে এটিও প্রথমোক্ত হাদীসের অনুরূপ । হতে পারে (তাঁর উক্তি) "এবং আমি বমি
করেছি" এর ফলে সাওম পালন থেকে দুর্বল হয়ে পড়ার কারণে সিয়াম ভেঙ্গে ফেলেছি। এই দুই হাদীস বমির কারণে তাঁর সিয়াম ভেঙ্গে যাওয়ার প্রমাণ বহন করে না। বরং এতে ব্যক্ত হয়েছে যে, তিনি একবার
(সিয়ামকালে) বমি করলেন এবং এর পরে সিয়াম ছেড়ে দিলেন।
সিয়ামরত ব্যক্তির অনিচ্ছাকৃত বমি বা ইচ্ছাকৃত বমির বিধান সম্পর্কে নবী করীম (ﷺ) থেকে বিস্তারিতভাবে বর্ণিত আছে:
3402- 3399 - بِمَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ ثنا ابْنُ لَهِيعَةَ قَالَ: ثنا يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو مَرْزُوقٍ عَنْ حَنَشٍ عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ: " دَعَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ فَقَالَ لَهُ بَعْضُنَا أَلَمْ تُصْبِحْ صَائِمًا يَا رَسُولَ اللهِ قَالَ: «بَلَى وَلَكِنِّي قِئْتُ»
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا رَوْحٌ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ ح
وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ قَالُوا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي مَرْزُوقٍ عَنْ حَنَشٍ عَنْ فَضَالَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ قِيلَ لَهُمْ: وَهَذَا أَيْضًا مِثْلُ الْأَوَّلِ يَجُوزُ «وَلَكِنِّي قِئْتُ فَضَعُفْتُ عَنِ الصَّوْمِ فَأَفْطَرْتُ» وَلَيْسَ فِي هَذَيْنِ الْحَدِيثَيْنِ دَلِيلٌ عَلَى أَنَّ الْقَيْءَ كَانَ مُفْطِرًا لَهُ إِنَّمَا فِيهِ أَنَّهُ قَاءَ فَأَفْطَرَ بَعْدَ ذَلِكَ وَقَدْ رُوِيَ فِي حُكْمِ الصَّائِمِ إِذَا قَاءَ أَوِ اسْتَقَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُفَسَّرًا
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا رَوْحٌ ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ ح
وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ قَالُوا: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي مَرْزُوقٍ عَنْ حَنَشٍ عَنْ فَضَالَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ قِيلَ لَهُمْ: وَهَذَا أَيْضًا مِثْلُ الْأَوَّلِ يَجُوزُ «وَلَكِنِّي قِئْتُ فَضَعُفْتُ عَنِ الصَّوْمِ فَأَفْطَرْتُ» وَلَيْسَ فِي هَذَيْنِ الْحَدِيثَيْنِ دَلِيلٌ عَلَى أَنَّ الْقَيْءَ كَانَ مُفْطِرًا لَهُ إِنَّمَا فِيهِ أَنَّهُ قَاءَ فَأَفْطَرَ بَعْدَ ذَلِكَ وَقَدْ رُوِيَ فِي حُكْمِ الصَّائِمِ إِذَا قَاءَ أَوِ اسْتَقَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُفَسَّرًا
