শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩৩৯৮
সিয়াম অবস্থায় বমি করা প্রসঙ্গে
৩৩৯৮। আবু বাকরা (রাহঃ) .. আবু শায়বা মাহরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ছাওবান
(রাযিঃ)-কে বললাম, রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমাদেরকে হাদীস বর্ণনা করুন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে দেখেছি তিনি (সিয়ামরত অবস্থায়) বমি করলেন এবং সিয়াম ছেড়ে দিলেন।
আবু জা’ফর (তাহাবী র.) বলেন: একদল ’আলিম এই মত গ্রহণ করেছেন যে, সিয়াম পালনকারী বমি
করলে তার সিয়াম ভেঙ্গে যাবে। তাঁরা এ বিষয়ে এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর
আলিমগণ এই বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, যদি (সিয়ামরত অবস্থায়) ইচ্ছাকৃত বমি
করে তাহলে সিয়াম ভেঙ্গে যাবে আর অনিচ্ছাকৃত বমি হলে সিয়াম ভঙ্গ হবে না। "একবার তিনি
(সিয়ামকালে) বমি করলন এবং সিয়াম ছেড়ে দিলেন": তাঁরা বলেন, সম্ভবত এ উক্তির মর্ম হলাে, তাঁর বমি
হওয়ার পর দুর্বল হয়ে পড়লে তিনি সিয়াম ভেঙ্গে ফেলেন। আভিধানিকভাবে এরূপ অর্থ গ্রহণ বিশুদ্ধ।
প্রথমােক্ত মত পােষণকারী আলিমগণ তাঁদের বক্তব্যের স্বপক্ষে নিম্নোক্ত হাদীস দ্বারাও প্রমাণ দিয়েছেন:
(রাযিঃ)-কে বললাম, রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমাদেরকে হাদীস বর্ণনা করুন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে দেখেছি তিনি (সিয়ামরত অবস্থায়) বমি করলেন এবং সিয়াম ছেড়ে দিলেন।
আবু জা’ফর (তাহাবী র.) বলেন: একদল ’আলিম এই মত গ্রহণ করেছেন যে, সিয়াম পালনকারী বমি
করলে তার সিয়াম ভেঙ্গে যাবে। তাঁরা এ বিষয়ে এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর
আলিমগণ এই বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, যদি (সিয়ামরত অবস্থায়) ইচ্ছাকৃত বমি
করে তাহলে সিয়াম ভেঙ্গে যাবে আর অনিচ্ছাকৃত বমি হলে সিয়াম ভঙ্গ হবে না। "একবার তিনি
(সিয়ামকালে) বমি করলন এবং সিয়াম ছেড়ে দিলেন": তাঁরা বলেন, সম্ভবত এ উক্তির মর্ম হলাে, তাঁর বমি
হওয়ার পর দুর্বল হয়ে পড়লে তিনি সিয়াম ভেঙ্গে ফেলেন। আভিধানিকভাবে এরূপ অর্থ গ্রহণ বিশুদ্ধ।
প্রথমােক্ত মত পােষণকারী আলিমগণ তাঁদের বক্তব্যের স্বপক্ষে নিম্নোক্ত হাদীস দ্বারাও প্রমাণ দিয়েছেন:
3398 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: ثنا أَبُو الْجُودِيِّ , عَنْ بَلْجٍ , رَجُلٍ مِنْ مَهْرَةَ عَنْ أَبِي شَيْبَةَ الْمَهْرِيِّ , قَالَ: قُلْتُ لِثَوْبَانَ حَدِّثْنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاءَ فَأَفْطَرَ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الصَّائِمَ إِذَا قَاءَ فَقَدْ أَفْطَرَ وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: إِنِ اسْتَقَاءَ أَفْطَرَ وَإِنْ ذَرَعَهُ الْقَيْءُ لَمْ يُفْطِرْ. وَقَالُوا: قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ قَوْلُهُ قَاءَ فَأَفْطَرَ أَيْ قَاءَ فَضَعُفَ فَأَفْطَرَ وَقَدْ يَجُوزُ هَذَا فِي اللُّغَةِ وَاحْتَجَّ الْأَوَّلُونَ لِقَوْلِهِمْ أَيْضًا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, অনিচ্ছায় মুখ ভরে বমি হলে রোযা ভাঙ্গবে না। ইচ্ছেকৃত বমি করলে মুখ ভরে হলে ভেঙ্গে যাবে। মুখ ভরে না হলে ভাঙ্গবে না। ইচ্ছেকৃত হল মুখে আঙ্গুল দিয়ে এভাবে কোন পদ্ধতিতে ইচ্ছেকৃত মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। অনিচ্ছায় হলে বা ইচ্ছেকৃতি মুখ ভরে না হলে রোযা ভাঙ্গবে না।
