শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৭১
আন্তর্জাতিক নং: ৩২৭২
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭১-৭২। নসর ইন মারযূক (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রামাযানের সিয়াম ফরয হওয়ার পূর্বে আশূরা দিবসের সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। যখন রামাযানের সিয়াম ফরয হল তখন তিনি বললেনঃ যে ব্যক্তি ইচ্ছা করবে আশুরার সিয়াম পালন করবে, আর যে ব্যক্তি চাইবে ইফতার (ভঙ্গ) করবে।
রবীউল মুআফ্ফিন (রাহঃ).... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
রবীউল মুআফ্ফিন (রাহঃ).... আয়েশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
3271 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ , وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: أَخْبَرَنِي عُقَيْلٌ , عَنِ ابْنِ شِهَابٍ , قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ , أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَخْبَرَتْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ , قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ , فَلَمَّا فُرِضَ رَمَضَانُ , فَقَالَ مَنْ شَاءَ صَامَ عَاشُورَاءَ , وَمَنْ شَاءَ أَفْطَرَ»
3272 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , وَشُعَيْبٌ , قَالَا: ثنا اللَّيْثُ , قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ , أَنَّ عِرَاكًا , أَخْبَرَهُ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
3272 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , وَشُعَيْبٌ , قَالَا: ثنا اللَّيْثُ , قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ , أَنَّ عِرَاكًا , أَخْبَرَهُ أَنَّ عُرْوَةَ أَخْبَرَهُ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ
