শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২৭০
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৭০। সুলায়মনা ইব্‌ন শু'আয়ব (রাহঃ).....ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তিনি আহাররত অবস্থায় তাঁর কাছে এক ব্যক্তি আসল। তিনি তাকে বললেন, 'এস, সে বলল, আমি সিয়াম পালন করছি। আব্দুল্লাহ্ (রাযিঃ) তাকে বললেন, আমরা আশূরা দিনের সিয়াম পালন করতাম, তারপর তা ছেড়ে দেয়া হয়েছে।
3270 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ أَبِيهِ , عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ , عَنْ قَيْسِ بْنِ السَّكَنِ , عَنِ ابْنِ مَسْعُودٍ , قَالَ: أَتَاهُ رَجُلٌ وَهُوَ يَأْكُلُ , فَقَالَ لَهُ: هَلُمَّ , فَقَالَ: إِنِّي صَائِمٌ , فَقَالَ لَهُ عَبْدُ اللهِ: " كُنَّا نَصُومُهُ , ثُمَّ تُرِكَ يَعْنِي: يَوْمَ عَاشُورَاءَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩২৭০ | মুসলিম বাংলা