শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৬৩
৭. আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৩। ইবন আবী দাউদ (রাহঃ) ..... হিন্দ ইবন আসমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে আমার সম্প্রদায় 'আসলাম' অভিমুখে প্রেরণ করেন। আর তিনি বললেন : যাও তাদেরকে গিয়ে বল, যেন তারা আশুরা দিবসের সিয়াম পালন করে। তাদের কাউকে যদি তুমি দিনের শুরু ভাগে খেয়ে ফেলেছে দেখতে পাও তাহলে সে যেন দিনের শেষ ভাগে সিয়াম পালন করে।
بَابُ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
3263 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ , عَنْ حَبِيبِ بْنِ هِنْدِ بْنِ أَسْمَاءَ , عَنْ أَبِيهِ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَوْمِي مِنْ أَسْلَمَ فَقَالَ قُلْ لَهُمْ: «فَلْيَصُومُوا يَوْمَ عَاشُورَاءَ فَمَنْ وَجَدْتَ مِنْهُمْ قَدْ أَكَلَ مِنْ صَدْرِ يَوْمِهِ , فَلْيَصُمْ آخِرَهُ»
