শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২৬২
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৬২। আলী ইবন আব্দুর রহমান (রাহঃ) ....... সাঈদ ইবন জুবায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জনৈক ব্যক্তি ইবন উমার (রাযিঃ)-কে আরাফা দিবসের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে রয়েছি, তখন আমরা আরাফার সাওমকে এক বছরের সিয়ামের সমতুল্য মনে করতাম।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত এই হাদীস দ্বারা আরাফা দিবসে সিয়াম পালনের প্রতি উৎসাহ প্রদান সাব্যস্ত হলো। এতে প্রতীয়মান হচ্ছে যে, প্রথমোক্ত হাদীসসমূহে তার সিয়াম পালন যে মাকরূহ ব্যক্ত হয়েছে, তা আরাফাতের ময়দানে তাঁদের অবস্থানগত অত্যন্ত কষ্ট-ক্লেশের কারণে। যা আমরা উল্লেখ করেছি। আর এটি হচ্ছে, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত এই হাদীস দ্বারা আরাফা দিবসে সিয়াম পালনের প্রতি উৎসাহ প্রদান সাব্যস্ত হলো। এতে প্রতীয়মান হচ্ছে যে, প্রথমোক্ত হাদীসসমূহে তার সিয়াম পালন যে মাকরূহ ব্যক্ত হয়েছে, তা আরাফাতের ময়দানে তাঁদের অবস্থানগত অত্যন্ত কষ্ট-ক্লেশের কারণে। যা আমরা উল্লেখ করেছি। আর এটি হচ্ছে, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
3262 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ , قَالَ: ثنا الْمُعْتَمِرُ , قَالَ: قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ , قَالَ: حَدَّثَنِي أَبُو حَرِيزٍ , أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ يَقُولُ: سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ , قَالَ: كُنَّا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعْدِلُهُ بِصَوْمِ سَنَةٍ " فَثَبَتَ بِهَذَا الْأَثَرِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّرْغِيبُ فِي صَوْمِ يَوْمِ عَرَفَةَ.فَدَلَّ ذَلِكَ أَنَّ مَا كُرِهَ مِنْ صَوْمِهِ فِي الْآثَارِ الْأُوَلِ , هُوَ لِلْعَارِضِ الَّذِي ذَكَرْنَا مِنَ الْوُقُوفِ بِعَرَفَةَ , لِشِدَّةِ تَعَبِهِمْ , وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
