শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩২০৭
সফরে সিয়াম পালন প্রসঙ্গে
৩২০৭। ইবন আবী আকীল (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার উমর (রাযিঃ) সফরে সিয়াম পালনকারী এক ব্যক্তিকে পুন: সিয়াম আদায়ের নির্দেশ দিয়েছেন। তাঁরা তা আবু হুরায়রা (রাযিঃ) থেকেও বর্ণনা করেছেন।
3207 - حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ , قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ عَاصِمٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ , أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَمَرَ رَجُلًا صَامَ فِي السَّفَرِ أَنْ يُعِيدَ " وَرَوَوْهُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا
