শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ৩১৬৩
সিয়াম পালনকারীর জন্য যে সময়ে আহার করা হারাম
৩১৬৩। আবু উমাইয়া (রাহঃ) ..... তালুক ইব্ন আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আল্লাহর নবী (ﷺ) বলেছেনঃ তােমরা (সাহরীর সময়) পানাহার করতে থাকবে। ভােরের লম্বালম্বি আলাে যেন তােমাদের ঘাবড়িয়ে না দেয়। প্রস্থে বিস্তৃত লালচে আভা ছড়িয়ে পড়ার পূর্ব পর্যন্ত তােমরা পানাহার করতে থাকি। আর তিনি নিজ হাতে প্রস্থে বিস্তৃত হওয়ার দিকে ইশারা করলেন। সুতরাং আল্লাহ তা'আলার কিতাবের সুস্পষ্ট আয়াতকে পরিত্যাগ করা জরুরী হয় না এবং রাসূলুল্লাহর থেকে বর্ণিত মুতাওয়াতির হাদীস সমূহকে, যা উম্মত কবুল করেছে এবং রাসূলুল্লাহ থেকে বর্তমানকাল পর্যন্ত উম্মত যেমন আমল করে আসছে। ফলে এরূপ হাদীসের দিকে ফিরে যাওয়ার প্রয়ােজন হয় না যা রহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা এই অনুচ্ছেদে বর্ণনা করেছি। এটি হচ্ছে ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
3163 - مَا حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , وَالْخَضِرُ بْنُ مُحَمَّدِ بْنِ شُجَاعٍ , قَالَا: ثنا مُلَازِمُ بْنُ عَمْرٍو , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَدْرٍ السُّحَيْمِيُّ , قَالَ: حَدَّثَنِي جَدِّي قَيْسُ بْنُ طَلْقٍ , قَالَ: حَدَّثَنِي أَبِي أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُوا وَاشْرَبُوا وَلَا يَهِيدَنَّكُمُ السَّاطِعُ الْمُصْعِدُ , كُلُوا وَاشْرَبُوا حَتَّى يَعْتَرِضَ لَكُمُ الْأَحْمَرُ وَأَشَارَ بِيَدِهِ وَأَعْرَضَهَا» فَلَا يَجِبُ تَرْكُ آيَةٍ مِنْ كِتَابِ اللهِ تَعَالَى نَصًّا , وَأَحَادِيثَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَاتِرَةً قَدْ قَبِلَتْهَا الْأُمَّةُ , وَعَمِلَتْ بِهَا مِنْ لَدُنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَوْمِ، إِلَى حَدِيثٍ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ مَنْسُوخًا بِمَا ذَكَرْنَاهُ فِي هَذَا الْبَابِ وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
