শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩১০৬
সাদাকাতুল ফিতর এর পরিমাণ
৩১০৬। ফাহাদ (রাহঃ) ও আলী ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ….. আসমা বিন্ত আবু বকর (রাযিঃ) থেকে বর্ণনা
করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে নিজ পরিবারের আযাদ ও দাস-দাসীদের পক্ষ থেকে সাদাকা ফিতর হিসাবে দুই মুদ পরিমাণ গম বা এক সা' পরিমাণ খেজুর, সেই মুদ্ বা সা’ দ্বারা আদায় করতেন, যা দ্বারা লােকেরা ক্রয়-বিক্রয় করত।
করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে নিজ পরিবারের আযাদ ও দাস-দাসীদের পক্ষ থেকে সাদাকা ফিতর হিসাবে দুই মুদ পরিমাণ গম বা এক সা' পরিমাণ খেজুর, সেই মুদ্ বা সা’ দ্বারা আদায় করতেন, যা দ্বারা লােকেরা ক্রয়-বিক্রয় করত।
3106 - حَدَّثَنَا فَهْدٌ , وَعَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَا: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ , أَنَّ هِشَامَ بْنَ عُرْوَةَ , حَدَّثَهُ , عَنْ أَبِيهِ , أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ , أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تُخْرِجُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَهْلِهَا , الْحُرِّ مِنْهُمْ وَالْمَمْلُوكِ , مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ , أَوْ صَاعًا مِنْ تَمْرٍ بِالْمُدِّ , أَوْ بِالصَّاعِ الَّذِي يَتَبَايَعُونَ بِهِ "
