শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩০২২
সুস্থ-সবল দরিদ্র ব্যক্তির জন্য সাদাকা হালাল কি-না।
৩০২২। ইউনুস (রাহঃ) …… বনু আসাদ গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আমার পরিবার নিয়ে বাকীউল গারকাদে অবতরণ করি। তখন আমাকে আমার পরিবার বলল, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাও এবং তাঁর কাছে আমাদের জন্য কিছু যাচনা কর, যেন তা আহার করতে পারি এবং তারা নিজেদের প্রয়োজনের কথা উল্লেখ করতে লাগল। তারপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলাম এবং দেখতে পেলাম তাঁর কাছে জনৈক ব্যক্তি যাচনা করছে। আর রাসূলুল্লাহ্ (ﷺ) বলছিলেন, তোমাকে দেবার মত কিছু নেই। লোকটি রাগান্বিত হয়ে ফিরে চলল এবং বলতে লাগল, আল্লাহর কসম, অবশ্যই আপনি যাকে ইচ্ছা অগ্রাধিকার দিয়ে থাকেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ সে আমার প্রতি রাগান্বিত হচ্ছে, আমার কাছে তাকে দিবার মত কিছু নেই বলে। তোমাদের কেউ যদি যাচনা করে অথচ তার কাছে এক উকিয়া (চল্লিশ দিরহাম রৌপ্য) বা এর সমপরিমাণ বিদ্যমান থাকে তাহলে সে সওয়ালের মধ্যে বাড়াবাড়ি করল। আসাদী (লোকটি) বলল, আমি বললাম, অবশ্যই আমাদের গর্ভবর্তী উটনী আমাদের জন্য এক উকিয়া অপেক্ষা উত্তম। আর উকিয়া হচ্ছে, চল্লিশ দিরহাম রৌপ্য। তিনি বলেন, আমি তাঁর নিকট সওয়াল না করে ফিরে গেলাম। পরবর্তীতে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট (সাদাকার) যব, কিশমিশ ও মাখন এলে তা থেকে কিছু আমাদের জন্য বন্টন করে দিলেন এবং আল্লাহ্ তা'আলা আমাদেরকে অমুখাপেক্ষী করে দিয়েছেন।
3022 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنْ رَجُلٍ مِنْ بَنِي أَسَدٍ قَالَ: نَزَلْتُ وَأَهْلِي , بَقِيعَ الْغَرْقَدِ , فَقَالَ لِي أَهْلِي: اذْهَبْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْأَلْهُ لَنَا شَيْئًا نَأْكُلْهُ , وَجَعَلُوا يَذْكُرُونَ حَاجَتَهُمْ. فَذَهَبْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدْتُ عِنْدَهُ رَجُلًا يَسْأَلُهُ , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا أَجِدُ مَا أُعْطِيكَ» , فَوَلَّى الرَّجُلُ وَهُوَ مُغْضَبٌ وَهُوَ يَقُولُ: لَعَمْرِي إِنَّكَ لَتُفَضِّلُ مَنْ شِئْتَ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَيَغْضَبُ عَلَى أَنْ لَا أَجِدَ مَا أُعْطِيهِ , مَنْ سَأَلَ مِنْكُمْ , وَعِنْدَهُ أُوقِيَّةٌ أَوْ عِدْلُهَا فَقَدْ سَأَلَهَا إِلْحَافًا» . قَالَ الْأَسَدِيُّ: فَقُلْتُ لِلَّقْحَةِ لَنَا خَيْرٌ مِنْ أُوقِيَّةٍ قَالَ: وَالْأُوقِيَّةُ أَرْبَعُونَ دِرْهَمًا , قَالَ: فَرَجَعْتُ وَلَمْ أَسْأَلْهُ. فَقَدِمَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ بِشَعِيرٍ وَزَبِيبٍ وَزُبْدٍ , فَقَسَمَ لَنَا مِنْهُ حَتَّى أَغْنَانَا اللهُ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩০২২ | মুসলিম বাংলা