শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩০১৩
আন্তর্জাতিক নং: ৩০১৪
সুস্থ-সবল দরিদ্র ব্যক্তির জন্য সাদাকা হালাল কি-না।
৩০১৩-১৪। ইবন আবী দাউদ (রাহঃ) ..... হুবশী ইবন জুনাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) সালকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি দারিদ্র্য ব্যতীত ভিক্ষাবৃত্তি অবলম্বন করে সে জ্বলন্ত অঙ্গার ভক্ষণ করে।

ফাহাদ (রাহঃ) ….. ইসরাঈল (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
এই হুবশী (রাযিঃ) ….. নবী করীম (ﷺ) থেকে এটি রিওয়ায়াত করেছেন। সংশ্লিষ্ট বিষয়ে তিনি যা রিওয়ায়াত করেছেন। তাতে অপরাপর বর্ণনাকারীদের বর্ণনার সাথে সাদৃশ্য রয়েছে যে, ভিক্ষাবৃত্তি দারিদ্র্যের কারণে বৈধ সাব্যস্ত হয়।
এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকেও (অনেক) হাদীস মুতাওয়াতিরভাবে বর্ণিত আছেঃ
3013 - وَقَدْ حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ ثنا مُخَوَّلُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ حُبْشِيِّ بْنِ جُنَادَةَ , قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «مَنْ سَأَلَ مِنْ غَيْرِ فَقْرٍ , فَإِنَّمَا يَأْكُلُ الْجَمْرَ»

3014 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَهَذَا حُبْشِيٌّ قَدْ حَكَى هَذَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَوَافَقَ مَا حَكَى مِنْ ذَلِكَ , مَا حَكَاهُ الْآخَرُونَ , مِنْ أَنَّ الْمَسْأَلَةَ إِنَّمَا تَحِلُّ بِالْفَقْرِ. وَقَدْ جَاءَتِ الْآثَارُ أَيْضًا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ مُتَوَاتِرَةً
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩০১৩ | মুসলিম বাংলা