শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩০০৯
সুস্থ-সবল দরিদ্র ব্যক্তির জন্য সাদাকা হালাল কি-না।
৩০০৯। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, জনৈক আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এসে তাঁর কাছে যাচনা করল। তিনি বললেনঃ তিন ব্যক্তি ব্যতীত ভিক্ষাবৃত্তি জায়িয নয়। দায়ভারে অতিষ্ঠ, খুনের বদলায় (প্রদানে) ভারাক্রান্ত কিংবা চরম দরিদ্র ব্যক্তির জন্য তা জায়িয আছে।
আবু জা'ফর (তাহাবী র) বলেনঃ এই সমস্ত বিষয়ের প্রত্যেকাটি এরূপ যার থেকে গত্যন্তর নেই। এটিও সামুরা (রাযিঃ)-এর হাদীসের মর্মভুক্ত। আবু দাউদ খুদরী (রাযিঃ) সূত্রেও রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এ বিষয়ে নিম্মোক্ত হাদীস বর্ণিত আছেঃ
আবু জা'ফর (তাহাবী র) বলেনঃ এই সমস্ত বিষয়ের প্রত্যেকাটি এরূপ যার থেকে গত্যন্তর নেই। এটিও সামুরা (রাযিঃ)-এর হাদীসের মর্মভুক্ত। আবু দাউদ খুদরী (রাযিঃ) সূত্রেও রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এ বিষয়ে নিম্মোক্ত হাদীস বর্ণিত আছেঃ
3009- مَا قَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَنْصَارِيُّ , قَالَ: حَدَّثَنِي الْأَخْضَرُ بْنُ عَجْلَانَ , عَنْ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ , أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ , فَقَالَ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثٍ , لِغُرْمٍ مُوجِعٍ , أَوْ دَمٍ مُفْظِعٍ , أَوْ فَقْرٍ مُدْقِعٍ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَكُلُّ هَذِهِ الْأُمُورِ , مِمَّا لَا بُدَّ مِنْهُ , فَقَدْ دَخَلَ ذَلِكَ أَيْضًا فِي مَعْنَى حَدِيثِ سَمُرَةَ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ أَيْضًا
