শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৯৫৯
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৫৯। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আরকাম ইবন আরকাম যুহরী (রাযিঃ)-কে যাকাত আদায় করার জন্য কর্মচারী নিয়োগ করা হল। তিনি (রাসূলুল্লাহ্ (ﷺ) -এর আযাদকৃত গোলাম) আবু রাফি (রাযিঃ)-কে সঙ্গে নিয়ে যেতে চাইলেন। আবু রাফি (রাযিঃ) নবী করীম (ﷺ) প্রমান -এর নিকট এসে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে আবু রাফি', নিশ্চয় সাদাকা (যাকাত) মুহাম্মাদ ও মুহাম্মাদ -এর পরিবারের উপরে হারাম, আর (জেনে রাখ) কোন সম্প্রদায়ের আযাদকৃত গোলাম তাদেরই অন্তর্ভুক্ত।
2959 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ , قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنِ الْحَكَمِ , عَنْ مِقْسَمٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: " اسْتُعْمِلَ أَرْقَمُ بْنُ أَرْقَمَ الزُّهْرِيُّ عَلَى الصَّدَقَاتِ , فَاسْتَتْبَعَ أَبَا رَافِعٍ , فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَقَالَ: يَا أَبَا رَافِعٍ , إِنَّ الصَّدَقَةَ حَرَامٌ عَلَى مُحَمَّدٍ , وَعَلَى آلِ مُحَمَّدٍ , وَإِنَّ مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৯৫৯ | মুসলিম বাংলা