শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৭৫
আন্তর্জাতিক নং: ২৭৭৬
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৭৫-২৭৭৬। আবু বাকরা (রাহঃ) ও ইব্‌নুল মারযূক (রাহঃ).... ইব্‌ন আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সাহল ইব্‌ন হুনায়ফ (রাহঃ) ও কায়স ইব্‌ন সা’দ ইব্‌ন উবাদা (রাযিঃ) কাদিসিয়ায় বসা (অবস্থায়) ছিলেন। এমন সময় তাঁদের কাছ দিয়ে একটি জানাযা যাচ্ছিল, এতে তাঁরা উভয়ে দাঁড়িয়ে গেলেন। তাঁদেরকে বলা হল, এটি তো ভূখন্ডের আধিবাসী অগ্নিপূজক (এর লাশ)। তাঁরা বললেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ দিয়ে একটি জানাযা যাচ্ছিল, এর জন্য তিনি দাঁড়িয়ে ছিলেন। এতে বলা হল, এটি-তো ইয়াহুদীর (জানাযা)। তিনি বললেন, “এটি কি মৃত নয়” অথবা বলেছেন-(আত্না সম্বলিত) মানুষ নয়?
2775 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ،. ح

2776 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَا: ثنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: قَعَدَ سَهْلُ بْنُ حُنَيْفٍ , وَقَيْسُ بْنُ سَعْدِ بْنِ عُبَادَةَ بِالْقَادِسِيَّةِ , فَمُرَّ عَلَيْهِمَا بِجِنَازَةٍ فَقَامَا. فَقِيلَ لَهُمَا: إِنَّهُ مِنْ أَهْلِ الْأَرْضِ , أَيْ مَجُوسِيٌّ. فَقَالَا: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ , فَقَامَ , فَقِيلَ لَهُ: إِنَّهُ يَهُودِيٌّ , فَقَالَ: «أَلَيْسَ مَيِّتًا؟ أَوَلَيْسَ نَفْسًا؟»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৭৫ | মুসলিম বাংলা