শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৭৪
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৭৪। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ).... আব্দুল্লাহ ইব্ন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করে বলল যে, হে আল্লাহ্র রাসূল! আমাদের কাছ দিয়ে (অনেক সময়) কাফিরের জানাযা অতিক্রম করে, আমরা কি এর জন্য দাঁড়াব? তিনি বললেন হ্যাঁ, (দাঁড়াবে)। (মনে রেখো) নিশ্চই তোমরা এর জন্য দাঁড়াচ্ছ না, বরং তোমরা সেই (ফিরিশতার) সম্মানে, যিনি আত্নাসমূহ কবজ করেন।
2774 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، وَمُبَشِّرُ بْنُ الْحَسَنِ , قَالَا: حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ سَيْفٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: يَا رَسُولَ اللهِ، تَمُرُّ بِنَا جِنَازَةُ الْكَافِرِ فَنَقُومُ لَهَا؟ قَالَ: «نَعَمْ فَإِنَّكُمْ لَسْتُمْ تَقُومُونَ لَهَا، إِنَّمَا تَقُومُونَ إِعْظَامًا لِلَّذِي يَقْبِضُ النُّفُوسَ»
