শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৬০
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৬০। রবীউল মু’আযযিন (রাহঃ)..... আমর ইব্‌ন হুরায়স (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আলী ইব্‌ন তালিব (রাযিঃ) কে বললাম! জানাযার আগে আগে চলার বিষয়ে আপনি কি মনে বলেন?
আলী ইব্‌ন তালিব (রাযিঃ) বললেনঃ এর সম্মুখে চলা অপেক্ষা পিছনে চলা এরূপ শ্রেষ্ঠত্ব রাখে যেমনিভাবে শ্রেষ্ঠত্ব রাখে ফরয সালাত নফল সালাতের উপর। রাবী বলেন, আমি বললাম, আমি তো আবু বকর (রাযিঃ) ও উমার (রাযিঃ) কে জানাযার আগে আগে চলতে দেখেছি। তিনি বললেন, তাঁরা উভয়ে লোকদের কষ্ট দেয়া অপছন্দ করতেন।
2760 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَسَارٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، قَالَ: قُلْتُ لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , مَا تَقُولُ فِي الْمَشْيِ أَمَامَ الْجِنَازَةِ؟ فَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ: «الْمَشْيُ خَلْفَهَا أَفْضَلُ مِنَ الْمَشْيِ أَمَامَهَا , كَفَضْلِ الْمَكْتُوبَةِ عَلَى التَّطَوُّعِ» . قَالَ: قُلْتُ , فَإِنِّي رَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَمْشِيَانِ أَمَامَهَا , فَقَالَ: «إِنَّهُمَا يَكْرَهَانِ أَنْ يُحْرِجَا النَّاسَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৬০ | মুসলিম বাংলা