শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৭৩
আন্তর্জাতিক নং: ২৬৭৪
সালাত ভুলে ঘুমিয়ে পড়লে অথবা আদায় করতে ভুলে গেলে তা কিভাবে কাযা করবে?
২৬৭৩-২৬৭৪। আহমদ ইবন দাউদ (রাহঃ) ...... সামুরা ইবন জুন্দুব (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ কোন ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেলে যখনই তা স্বরন হবে পরের দিন (উক্ত) সময়ে আদায় করে নিবে।

আবু উমাইর (রাহঃ) ..... সামুরা ইবন জুনদুব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল 'আলিম এই মত গ্রহণ করে বলেছেন, যে ব্যক্তি সালাত ভুলে ঘুমিয়ে যায় অথবা তা আদায় করতে ভুলে যায়, সেই ব্যক্তি এমনটি-ই করবে। তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে উপরোক্ত এই দুই হাদীসের দ্বারা দলীল পেশ করেন।
পক্ষান্তরে এ বিষয়ে অপর একদল 'আলিম তাঁদের বিরোধিতা করে বলেছেনঃ বরং তা এর সাথে মিলিত (পরবর্তী) ফরজ সালাতের সাথে আদায় করে নিবে। এছাড়া অন্য কিছু তার জন্য জরুরী নয়। তাঁরা এ বিষয়ে নিন্মোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেনঃ
2673 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا مِنَ الْغَدِ لِلْوَقْتِ»

2674 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ الْجَوْهَرِيُّ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ بِشْرِ بْنِ الْحَارِثِ، سَمِعْتُ سَمُرَةَ بْنَ جُنْدَبٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا , فَقَالُوا: هَكَذَا يَفْعَلُ مَنْ نَامَ عَنْ صَلَاةٍ أَوْ نَسِيَهَا , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَيْنِ الْحَدِيثَيْنِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ يُصَلِّيهَا مَعَ الَّتِي تَلِيهَا مِنَ الْمَكْتُوبَةِ , وَلَيْسَ عَلَيْهِ غَيْرُ ذَلِكَ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৬৭৩ | মুসলিম বাংলা