শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৬২
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬২। ইবন মারযূক (রাহঃ) ...... উম্মে সালমা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমার জন্য রাসূলুল্লাহ ﷺ -এর সম্মুখে বিছান হত। তিনি সালাত আদায় করতেন আর আমি তাঁর সম্মুখে থাকতাম।
2662 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَفَّانُ , قَالَ: ثنا وُهَيْبٌ , قَالَ: ثنا خَالِدٌ , عَنْ أَبِي قِلَابَةَ , عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ , عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كَانَ يُفْرَشُ لِي حِيَالَ مُصَلَّى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يُصَلِّي وَإِنِّي حِيَالُهُ»
