শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৫৪
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫৪। আবু বিশর আল-রকী (রাহঃ) ...... মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ লোকেরা আয়িশা (রাযিঃ) -এর নিকট কোন জিনিস সালাতকে বিনষ্ট করে দেয় সে বিষয়ে আলোচনা করল। তখন লোকেরা বলল, কুকুর, গাধা ও স্ত্রীলোক সালাতকে বিনষ্ট করে দেয়। এতে আয়িশা (রাযিঃ) বললেনঃ তোমরা আমাদের কে (নারীদের) কুকুর ও গাধার সমতুল্য করেছ। অথচ রাসূলুল্লাহ ﷺ খাটের মাঝখানের দিকে মুখ করে সালাত আদায় করতেন এবং আমি এতে শুয়ে থাকতাম। খাট থাকত তাঁর ও কিবলা'র মাঝখানে। আমার প্রয়োজনে যেতে চাইলে, এবং তাঁর সম্মুখে বসা আমি পছন্দ করতাম না, এজন্য নিজের গায়ের দিক দিয়ে হেচড়িয়ে বেরিয়ে পড়তাম।
2654 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مِهْرَانَ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، أَنَّهُ قَالَ: " تَذَاكَرُوا عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا مَا يَقْطَعُ الصَّلَاةَ , فَقَالُوا: يَقْطَعُ الصَّلَاةَ , الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ. فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا: «لَقَدْ عَدَلْتُمُونَا بِالْكِلَابِ وَالْحَمِيرِ , وَقَدْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى وَسَطِ السَّرِيرِ وَأَنَا عَلَيْهِ مُضْطَجِعَةٌ , وَالسَّرِيرُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ , فَتَبْدُو لِي الْحَاجَةُ فَأَكْرَهَ أَنْ أَجْلِسَ بَيْنَ يَدَيْهِ فَأُوذِيهُ , فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَيْهِ انْسِلَالًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৬৫৪ | মুসলিম বাংলা