শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৫০
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৫০। আহমদ ইবন দাউদ (রাহঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাত আদায় করবে সে যেন তার সম্মুখ দিয়ে কাউকে কখনো যাতায়াত করতে না দেয়। যদি সে অস্বীকৃতি জ্ঞাপন করে সে যেন তার সাথে লড়াই করে; কারণ তার ঐ সঙ্গীটি শয়তান।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ হাদীসের অর্থ আবু সাঈদ (রাযিঃ) কর্তৃক বর্নিত হাদীসের অর্থের অনুরূপ। আর মানুষ তার মুসল্লী ভাইয়ের সম্মুখ দিয়ে যাতায়াত করা মানে তার সম্মুখ দিয়ে তার সঙ্গীটির যাতায়াত করা, সে হচ্ছে শয়তান। তারপর এ বিষয়ে ঐক্যমত রয়েছে যে, মানুষের মধ্যে কেউ কারো সালাতের সম্মুখ দিয়ে যাতায়াত করলে এতে সালাত বিনষ্ট করে না।
বস্তুত এ বিষয়টি নবী করীম ﷺ থেকে একাধিক সূত্রে বর্নিত আছেঃ
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ হাদীসের অর্থ আবু সাঈদ (রাযিঃ) কর্তৃক বর্নিত হাদীসের অর্থের অনুরূপ। আর মানুষ তার মুসল্লী ভাইয়ের সম্মুখ দিয়ে যাতায়াত করা মানে তার সম্মুখ দিয়ে তার সঙ্গীটির যাতায়াত করা, সে হচ্ছে শয়তান। তারপর এ বিষয়ে ঐক্যমত রয়েছে যে, মানুষের মধ্যে কেউ কারো সালাতের সম্মুখ দিয়ে যাতায়াত করলে এতে সালাত বিনষ্ট করে না।
বস্তুত এ বিষয়টি নবী করীম ﷺ থেকে একাধিক সূত্রে বর্নিত আছেঃ
2650 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ صَدَقَةَ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي , فَلَا يَدَعَنَّ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ , فَإِنَّ مَعَهُ الْقَرِينَ - شَيْطَانٌ» . قَالَ أَبُو جَعْفَرٍ: فَمَعْنَى هَذَا مَعْنَى حَدِيثِ أَبِي سَعِيدٍ سَوَاءٌ , وَأَنَّ ابْنَ آدَمَ فِي مُرُورِهِ بَيْنَ يَدَيْ أَخِيهِ الْمُصَلِّي , مُرُورٌ لِقَرِينِهِ أَيْضًا , بَيْنَ يَدَيْهِ , وَهُوَ شَيْطَانٌ ". ثُمَّ قَدْ أُجْمِعَ عَلَى أَنَّ مُرُورَ بَنِي آدَمَ بَعْضِهِمْ بِبَعْضٍ , فِي صَلَاتِهِمْ , لَا يَقْطَعُهَا , قَدْ رُوِيَ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ
