শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৪১
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬১। আবু বাকরা (রাহঃ) ইকরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ "কোন জিনিস সালাতকে বিনষ্ট করে" এ বিষয়ে ইবন আব্বাস (রাযিঃ) এর নিকট উল্লেখ করা হলে লোকেরা বললঃ কুকুর এবং গাধা। এতে ইবন আব্বাস (রাযিঃ) বললেন,
আল্লাহর বানী إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ
- তাঁরই দিকে উত্থিত হয় পবিত্র কালাম" এটাকে তা নষ্ট করতে পারে না, তবে তা মাকরূহ।
বস্তুত এই ইবন আব্বাস (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তিকালের পরে বলেছেন, গাধা সালাত বিনষ্ট করে না। এতে বুঝা যাচ্ছে ইবন আব্বাস (রাযিঃ) থেকে উবাইদুল্লাহ (রাহঃ) ও সুহায়ব (রাহঃ) -এর হাদীস তাঁরই সূত্রে এই বিষয়ে বর্নিত ইকরামা (রাযিঃ) -এর হাদীস থেকে পরবর্তী সময়ের। ফযল ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্নিত হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, গাধাও সালাত বিনষ্ট করে না।
আল্লাহর বানী إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ
- তাঁরই দিকে উত্থিত হয় পবিত্র কালাম" এটাকে তা নষ্ট করতে পারে না, তবে তা মাকরূহ।
বস্তুত এই ইবন আব্বাস (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তিকালের পরে বলেছেন, গাধা সালাত বিনষ্ট করে না। এতে বুঝা যাচ্ছে ইবন আব্বাস (রাযিঃ) থেকে উবাইদুল্লাহ (রাহঃ) ও সুহায়ব (রাহঃ) -এর হাদীস তাঁরই সূত্রে এই বিষয়ে বর্নিত ইকরামা (রাযিঃ) -এর হাদীস থেকে পরবর্তী সময়ের। ফযল ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্নিত হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, গাধাও সালাত বিনষ্ট করে না।
2641 - فَإِذَا أَبُو بَكْرَةَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا مُؤَمَّلٌ , عَنْ سُفْيَانَ , قَالَ: ثنا سِمَاكٌ , عَنْ عِكْرِمَةَ , قَالَ: ذُكِرَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا مَا يَقْطَعُ الصَّلَاةَ؟ قَالُوا: الْكَلْبُ وَالْحِمَارُ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: " {إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ} [فاطر: 10] وَمَا يَقْطَعُ هَذَا , وَلَكِنَّهُ يُكْرَهُ " فَهَذَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَدْ قَالَ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْحِمَارَ لَا يَقْطَعُ الصَّلَاةَ فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ مَا رَوَى عَنْهُ عُبَيْدِ اللهِ وَصُهَيْبٌ , كَانَ مُتَأَخِّرًا عَمَّا رَوَاهُ عَنْهُ عِكْرِمَةُ مِنْ ذَلِكَ. وَقَدْ رُوِيَ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَدُلُّ عَلَى أَنَّ الْحِمَارَ , أَيْضًا , لَا يَقْطَعُ الصَّلَاةَ
