শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৩৩
৬৮. মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৩। সাহিল ইবন আব্দুর রহমান (রাহঃ) ...... আবু যার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, মুসল্লীর সামনে যদি উটের পিঠের কাঠের আসনের মত কিছু বিদ্যমান থাকে তাহলে সালাতকে কোন কিছু বিনষ্ট করবে না। তিনি বললেন, (তবে) কালো কুকুর, স্ত্রী লোক এবং গাধা সালাত বিনষ্ট করে দিবে। আব্দুল্লাহ ইবন সামিত (রাযিঃ) বলেনঃ আমি বললাম, হে আবু যার! লাল বা সাদা কুকুর বাদ দিয়ে কালো কুকুরের কথা উল্লেখ করার কারন কি? তিনি বললেনঃ হে ভাতিজা! তুমি যে বিষয়ে আমাকে প্রশ্ন করছ, আমিও সে সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -কে প্রশ্ন করেছিলাম। তিনি তখন বলেছিলেনঃ কালো কুকুর হলো শয়তান।
بَابُ الْمُرُورِ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي هَلْ يَقْطَعُ عَلَيْهِ ذَلِكَ صَلَاتَهُ أَمْ لَا؟
2633 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا هُشَيْمٌ , عَنْ يُونُسَ , وَمَنْصُورٌ , عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ , عَنْ أَبِي ذَرٍّ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ إِذَا كَانَ بَيْنَ يَدَيْهِ كَآخِرَةِ الرَّحْلِ» وَقَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ , الْمَرْأَةُ , وَالْحِمَارُ , وَالْكَلْبُ الْأَسْوَدُ» . قَالَ قُلْتُ: يَا أَبَا ذَرٍّ , مَا بَالُ الْكَلْبِ الْأَسْوَدِ مِنَ الْأَحْمَرِ وَالْأَبْيَضِ؟ فَقَالَ: يَا ابْنَ أَخِي سَأَلْتنِي عَمَّا سَأَلْتُ عَنْهُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الْكَلْبَ الْأَسْوَدَ شَيْطَانٌ»
