শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬২২
সালাতে ইশারা করা প্রসঙ্গে
২৬২২। আবু বাকরা (রাহঃ) ..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) বলেছেন, আমি হাবশা থেকে আগমন করলাম, তাঁদেরকে তখন আমি যেভাবে জানতাম তাঁরা সালাতে সালাম করত এবং এতে তাঁরা নিজেদের প্রয়োজন পুরা করত। তারপর আমি রাসূলুল্লাহ ﷺ -এর নিকট আসলাম এবং তাঁকে সালাতরত অবস্থায় সালাম করলাম। তিনি আমার জওয়াব দিলেন না। সালাত শেষে তিনি বললেনঃ আল্লাহ তা'আলা নবীর জন্য যখন ইচ্ছা করেন নতুন বিধান সৃষ্টি করেন। আর তোমাদের জন্য নতুন বিধান সৃষ্টি করছেন যে, তোমার সালাতে কথা বলবে না, সুতরাং তুমি! হে মুসলিম, তোমার উপর সালাম ও আল্লাহর রহমত।
2622 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا الْمَسْعُودِيُّ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ: قَدِمْتُ مِنَ الْحَبَشَةِ وَعَهْدِي بِهِمْ وَهُمْ يُسَلِّمُونَ فِي الصَّلَاةِ , وَيَقْضُونَ الْحَاجَةَ , فَأَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي , فَلَمْ يَرُدَّ عَلَيَّ. فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: «إِنَّ اللهَ يُحْدِثُ لِلنَّبِيِّ مِنْ أَمْرِهِ مَا يَشَاءُ , وَقَدْ أَحْدَثَ لَكُمْ أَنْ لَا تَتَكَلَّمُوا فِي الصَّلَاةِ , وَأَمَّا أَنْتَ أَيُّهَا الْمُسْلِمُ , فَالسَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ»
